ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালের বর্ণফুল’।
ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও সাহিত্যের বড় পরিসরে রুবাইদা গুলশানের বিচরণ শুরু ‘অন্তরালের বর্ণফুল’ দিয়েই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই লেখিকা ‘গুলশানে রোজ’ ছদ্মনামেও লিখে থাকেন। বাংলাদেশের বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে তার কয়েকটি কবিতাও প্রকাশিত হয়েছে। এছাড়া চলতি বছর সৃষ্টি প্রকাশনীর ‘পরম্পরা’ নামক কবিতা সংকলনে প্রকাশিত হয়েছে তার ‘আমিও ফিরবো’ শিরোনামের কবিতা।
‘অন্তরালের বর্ণফুল’ সম্পর্কে লেখিকা বাংলানিউজকে বলেন, উপন্যাসের গল্প ভাষা শহীদ শফিউর রহমানকে ঘিরে। কেমন করে অন্তরাত্মায় বিপ্লবের জাগরণে জীবন এগিয়ে চলে, বইটি পড়ে পাঠকের সে উপলব্ধিটাই হবে।
উপন্যাসটি প্রকাশ করেছে মূর্ধন্য। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মূর্ধন্য-এর ৩৪৯-৩৫০ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এর মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ