ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বই দিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে আল মামুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বই দিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে আল মামুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজের লেখা কবিতার বই বিক্রি করে যতো অর্থ আয় হবে তার পুরোটাই দিতে চান প্রতিবন্ধীদের কল্যাণে।

প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও কৃত্রিম পা সংযোজনে এ অর্থ ব্যয় করতে চান তরুণ কবি আল মামুন।



অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তার প্রথম কবিতার বই ‘হৃদযে নির্বাক আন্দোলন’।

বইটি প্রকাশ করেছে হাতেখড়ি প্রকাশনী। যা ১৫০ টাকায় মেলার৪১১ ও ৪১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে কবি আল মামুন বলেন, সমাজে তো অনেকেই নানা ধরনের কাজ করছেন। আমি এ বই বিক্রির পুরো অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করতে চাই।
‘বই বিক্রির পুরো অর্থ হুইল চেয়ার কেনা ও প্রতিবন্ধীদের জন্য কৃত্রিম পা সংযোজনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। ’


বিজিএমইএ ইউনিভার্সিটিতে ফ্যাশন ও ডিজাইনে স্নাতক মামুন বর্তমানে একই বিশ্ববিদালয়ে এমএস করছেন।

এছাড়া তিনি প্রতিবন্ধীদের জন্য সংগঠন ‘প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র পরিচালক  হিসেবেও দায়িত্ব পালন করছেন। যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও।

বাংলাদেশ সময়:০৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।