ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ইকবাল হোসেনের গল্পগ্রন্থ ময়না পাখির ঈদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বইমেলায় ইকবাল হোসেনের গল্পগ্রন্থ ময়না পাখির ঈদ

আচ্ছা ভাবুনতো একবার, একটি পোষা পাখি অপ্রত্যাশিতভাবে আপনার সঙ্গে কথা বলতে শুরু করলো!  বিষয়টি কেমন? 

পাখিরা আমাদের মতো কথা বলে না। কিন্তু ময়না পাখি আমাদের শেখানো কথা বলে।

আমাদের কাছ থেকে শেখা ছোট ছোট কথাগুলো শুনতে সবারই ভাল লাগে। ‘ময়না পাখির ঈদ’ বইয়েও তাই হয়েছে।  

খাঁচাবন্দি পাখিটির ঈদে যাওয়ার কথা শুনে ছোট্ট সোনামণি নিলু তাকে মুক্ত করে দিলো। ওমনি পাখিটি ফুড়ুৎ করে উড়াল দিলো। খাঁচা থেকে মুক্তি পেলেও সে কিন্তু নিলুদের ছেড়ে যায়নি! 

ময়না পাখির ঈদ বইতে একটি পাখি, নিলু ও একটি পরিবারের সেই গল্পই বলেছেন লেখক মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি বলেন, একটি পাখি, নিলু ও একটি পরিবারে পাখিটিকে নিয়ে যে গল্পটি আমি বল‍ার চেষ্টা করেছি- তাতে আশা করছি, কোমলমতি শিশুরা বেশ আনন্দ পাবে এবং তারা কিছু শিখবে।  

‘ময়না পাখির ঈদ’ বইটির প্রচ্ছদ এবং চিত্রশিল্পী নিয়াজ চৌধুরী তুলি। রাত্রি প্রকাশনী থেকে প্রকাশিত শিশুতোষ গ্রন্থটির গায়ের মূল্য ধরা হয়েছে ৮০ টাকা।  

বইমেলার ৩১৪ নম্বর স্টল থেকে ২৫ শতাংশ ছাড়ে বইটি কেনা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।