ক্যারিয়ার বিশ্লেষণ, যোগাযোগ তৈরি এবং সাফল্য অর্জনের কৌশল রপ্ত করতে একুশের বই মেলায় এসেছে ‘মাস্টার পাসওয়ার্ড’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজার বা জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে নতুন কৌশলগুলো সহায়তা করবে এ বই।
দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাসী হওয়া এবং বাধাবিপত্তি মোকাবেলাসহ এতে রয়েছে স্বপ্নপূরণের সব হাতিয়ার। বর্তমান যুগের চাহিদা পূরণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে ‘মাস্টার পাসওয়ার্ড’।
বইটির মূল লক্ষ্য ব্যক্তি জীবনে সাফল্য ও সুখ-শান্তিকে বাস্তব রূপ দেওয়া এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। সঠিক প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা ও উপযুক্ত মনোভাবই সুন্দর জীবন ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ার উপহার দেবে।
গাজী ইয়ার মোহাম্মদ এবং এম মোর্শেদ হায়দার রচিত বইটি পাওয়া যাবে আদর্শ প্রকাশনীতে। ৬৬০ টাকা মূল্যের বইটি মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমআইএইচ/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।