ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

প্রথম সপ্তাহে গ্রন্থমেলায় ৭২৯ বই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
প্রথম সপ্তাহে গ্রন্থমেলায় ৭২৯ বই

অমর একুশে গ্রন্থমেলা থেকে: প্রথম সপ্তাহ শেষে অমর একুশে গ্রন্থমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৭২৯টি। এর মধ্যে সপ্তম দিনে বুধবার (০৭ ফেব্রুয়ারি) নতুন বই প্রকাশিত হয়েছে ১৯০টি।

সপ্তম দিনে প্রকাশিত বইগুলোর মধ্যে কবিতার বই রয়েছে ৬৪টি, উপন্যাসের বই ৪১টি, গল্পের বই ২৩টি, প্রবন্ধ ৭টি, গবেষণা ৬টি, ছড়া ৩টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৩টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৩টি, রাজনীতি ৩টি, স্বাস্থ্য ১টি, অভিধান ২টি, অনুবাদ ৩টি, রম্য ১টি, ধর্মীয় ২টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান ২টি, সায়েন্স ফিকশন ৬টি ও অন্যান্য ১৫টি বই।

এর মধ্যে বিকেলে কাজী জামশেদ নাজিমের ‘একটি গল্পের গল্প’ উপন্যাসের মোড়ক উন্মোচন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মানুষের মনে দাগ কাটানো বিভিন্ন ঘটনা নিয়ে সাংবাদিক কাজী জামশেদ নাজিমের উপন্যাস ‘একটি গল্পের গল্প’। অমর একুশে বইমেলায় ‘দাঁড়িকমা’ প্রকাশনীর ৬৬৬ নং স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে ‘একটি গল্পের গল্প’। উপন্যাসে তিনি সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালোবাসাসহ সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছেন।

বই প্রসঙ্গে জামশেদ নাজিম বলেন, ‘একটি গল্পের গল্প’ নামের উপন্যাসে সমাজের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো দাগ কাটতো মানুষের মনে, সেই ঘটনাগুলোই রঘু-প্রজাপতির কথা আর চরিত্রে প্রকাশ করেছি। উপন্যাসে রয়েছে বেশ রোমান্টিকতার ছাপ, আবার কখনো রহস্যময় চরিত্র।

অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে এ বি এম হবিবুল্লাহমমতাজুর রহমান তরফদার চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আকবর আলি খান এবং মেসবাহ কামাল।  

আলোচনায় অংশ নেবেন অজয় রায়, ফিরোজ মাহমুদ, এম আসহাবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক পারভীন হাসান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।