উন্নয়ন ও অর্থনীতি বিষয়ে বিভিন্ন সময়ে লেখা ১২টি গবেষণা প্রতিবেদন ও বিশ্লেষণধর্মী প্রবন্ধ নিয়ে বইটি প্রকাশ করেছে পালক পাবলিশার্স।
এর ভূমিকায় অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ লিখেছেন, ‘এ বইয়ের লেখাগুলো একদিকে খুবই তথ্যসৃমদ্ধ, আরেকদিকে এগুলোর সব বিশ্লেষণেই রয়েছে গণমুখী মূল্যবোধের সুস্পষ্ট অভিপ্রকাশ।
‘বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও দারিদ্র্যবিমোচন’ বইয়ের মূল্য ৪০০ টাকা। একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে পালক পাবলিশার্সের ২৮৩, ২৮৪ ও ২৮৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি মিলছে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৬৭ নম্বর স্টলেও।
বইটির লেখক রাজু আহমেদ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এইচএমএস/এইচএ/