ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় মোস্তফা মঈনের ‘রোদ কচলে মাটি করতে চেয়েছি’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
মেলায় মোস্তফা মঈনের ‘রোদ কচলে মাটি করতে চেয়েছি’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে কবি মোস্তফা মঈনের কবিতার বই ‘রোদ কচলে মাটি করতে চেয়েছি’।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা- বেহুলাবাংলা। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

দাম ১৫০ টাকা। মেলায় বেহুলাবাংলার ৪৬৯- ৪৭১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।  

বইটির ব্যপারে জানতে চাইলে মোস্তফা মঈন বলেন, চার পর্বে আমার এ বইটির কবিতাগুলো সাজানো হয়েছে। পর্বগুলোর নাম- নিঃসঙ্গ ক্যারাভান, নিজের চুমুর কাছে, দোপাটি মন্দিরা অ ঊনপঞ্চাশ বাতাস।   

কবিতার ব্যাপারে অবস্থান জানতে চাইলে এ কবি বলেন- কেউ তুলসীতলায় গিয়ে স্বাস্থ্যকর শ্বাস নেয়। কেউ চৌদ্দতলা বাড়িতে যথেচ্ছাচারের জীবন কাটায়। আমি নিজের বিম্বে নাক ঘষে শব্দ খুঁড়ে জীবন উৎরাই। নিজের গায়ের চামড়া খসিয়ে তাতে আসন পেতে শব্দফুলে শ্বাস নিই। কবিতার পেছনে আমার ছুটে চলা পথে ঘাড় ঘুরিয়েই দেখতে পাই আততায়ীর মুখ! ২০০৮ সালে মৌলবাদীদের রক্তচক্ষু আর রোষানলে পড়ে, আমার বৃদ্ধা মা ও স্ত্রী পুত্র নিয়ে ঘরছাড়া হই। মুরতাদ কাফের ফতোয়া দিয়ে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। তাই কবিতা লিখতে এসে কেমন আছি যদি বলা হয়, বলবো- সপরিবারে সমুদ্রের তলায় হাঁটুভাঙ্গা দ হয়ে পড়ে আছি।  

মোস্তফা মঈন  জন্ম ৩ মে ১৯৬২ নেত্রকোনার আটপাড়া উপজেলার গ্রিদান টেংগা গ্রামে।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।