ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘বাংলাদেশ গণপরিষদের কার্যবিবরণী ও প্রাসঙ্গিক তথ্য’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
বইমেলায় ‘বাংলাদেশ গণপরিষদের কার্যবিবরণী ও প্রাসঙ্গিক তথ্য’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আবুল খায়ের সম্পাদিত গ্রন্থ ‘বাংলাদেশ গণপরিষদের কার্যবিবরণী ও প্রাসঙ্গিক তথ্য’।

বইটি সম্পর্কে সম্পাদক আবুল খায়ের বাংলানিউজকে বলেন, গ্রন্থটি বিভিন্ন জনপ্রতিনিধির বক্তৃতামালা, স্বাধীন বাংলাদেশের উদ্ভব ও পরবর্তীকালের রাজনৈতিক গতি-প্রকৃতি এবং বিকাশধারা বুঝতে সহায়ক হিসেবে কাজ করবে।

রয়্যাল সাইজে ৯৮০ পৃষ্ঠার গ্রন্থটি অমর একুশে বইমেলায় প্রকাশ করেছে র‍্যামন পাবলিশার্স।

বইটি পাওয়া যাচ্ছে র‍্যামন পাবলিশার্সের ৪৫৫ ও ৪৫৬ নম্বর স্টলে।  

বইমেলা উপলক্ষে এক হাজার টাকা বিশেষ ছাড় দিয়ে বইটির শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।