ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় হুমায়ুন আজাদের স্মরণে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
বইমেলায় হুমায়ুন আজাদের স্মরণে সভা

বইমেলা প্রাঙ্গণ থেকে: বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকী উপলক্ষে অমর একুশে বইমেলায় তাকে স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে লেখক-পাঠক-প্রকাশকদের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভায় মূল বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

এসময় আরও বক্তব্য রাখেন কবি কাজী রোজী, ছড়াকার আসলাম সানী, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি প্রমুখ।

বক্তারা বলেন, হুমায়ুন আজাদের হত্যার বিচার এখনও সময়ের দাবী। তার পরিবার এবং সৃজনশীল লেখক সবাই এই বিচারের দাবীতে অঙ্গীকারবদ্ধ। অবিলম্বে হুমায়ুন আজাদ হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে তার আদর্শে মৌলবাদ-জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতামুক্ত সমাজ-রাষ্ট্র গঠনের মাধ্যমে আমাদের তাকে স্মরণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।