ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় সরকার মাসুদের গল্পগ্রন্থ ‘বেগুনি আগুন’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
মেলায় সরকার মাসুদের গল্পগ্রন্থ ‘বেগুনি আগুন’

ঢাকা: অমর একুশে বইমেলা-২০২০-এ প্রকাশ পেয়েছে কবি সরকার মাসুদের গল্পগ্রন্থ  ‘বেগুনি আগুন’। 

বইটি মেলায় এনেছে- জিনিয়াস পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

দাম ২০০ টাকা, মেলায় জিনিয়াস পাবলিকেশন্সের ৮ নম্বর প্যাভিলিয়নে মিলছে এ বই।

বইটি নিয়ে জানতে চাইলে সরকার মাসুদ বলেন, নর-নারীর সম্পর্কের বিচিত্র রসায়ন আছে এ বইয়ের গল্পে। 'অফিস-আদালত' নামের গল্পে পাবেন দুর্নীতি ও হয়রানির চিত্র। মানুষের শয়তানি ও ব্যক্তির মানস পীড়ন তুলে ধরতে চেয়েছি 'রাশেদের একদিন' গল্পটিতে। 'বাঘ' গল্পের পটভূমি বানিশান্তার গণিকাপল্লী। ওই জায়গার চালচিত্র আর বাঘ ও মানুষের একান্ত ভেতরের কথা বলার প্রয়াসসহ আরও অনেক কিছু পাওয়া যাবে এই গ্রন্থটিতে।

সরকার মাসুদের প্রকাশিত বইগুলোর মধ্যে আছে- কবিতা: বিষণ্ণ জ্যোৎস্নার আকুতি, আবহমান উলুধ্বনি, নিভৃতিচর্চা, কাচপোকার ঘূর্ণিদৃশ্য; ছোটগল্প: দূরবীনের ভিতর দিয়ে; প্রবন্ধ: সাহিত্যের স্বদেশ ও বিশ্ব ইত্যাদি।  

১৯৬১ সালের ২৭ অক্টোবর কুড়িগ্রামের উলিপুরে জন্ম সরকার মাসুদের। শিক্ষকতার সঙ্গে যুক্ত।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।