ঢাকা: ২০২২ সালের অমর একুশে বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মাঠের কিছু অংশে চলতি বছরের ১ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়ার কথা এই মেলার।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, গত বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠজুড়ে মেলার অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
শ্রমিকরা মাটিতে বাঁশের খুঁটি গেঁড়ে ছোট ও বড় স্টলের ফ্রেম তৈরি করছে। কেউ কেউ বাঁশে দড়ি বাঁধছে, আবার কেউ করাত দিয়ে কাঠ কাটছে। কেউ আবার বাঁশের ফ্রেম তৈরি করছে।
সোহরাওয়ার্দী উদ্যানে কাজ করতে আসা শ্রমিক শফিকুল বাংলানিউজকে বলেন, আমি প্রতিবারই এখানে কাজ করতে আসি। সেই সুবাধে এবারও এসেছি। এখানে কাজের পারিশ্রমিকও ভালো, কাজ করতে খারাপও লাগে না। সবাই খুব আন্তরিক।
সোহরাওয়ার্দী উদ্যানে স্টলের নাম প্রকাশে অনিচ্ছুক এক মালিক বলেন, বইমেলায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। আর এই নিয়ম সবাইকে শতভাগ মানতে হবে। তাহলে বর্তমান সময়ে মেলা পরিচালনা করা সম্ভব হবে বলে আমি মনে করি।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস অতিমারির পাশাপাশি ওমিক্রনের কারণে যাতে বইমেলা বন্ধ ঘোষণা না করতে হয়, সেজন্য সব ধরনের আগাম প্রস্তুতি রাখতে হবে। তা না হলে অনিশ্চিত হয়ে যাবে এবারের বইমেলা। বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এএটি


