ঢাকা: ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এ সকল এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে।
রোববার (১১ মে) দিনভর কাঠফাটা রোদের পর সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা হতে শুরু করে। তবে সাড়ে সাতটার দিকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়, হালকা বজ্রসহ বৃষ্টি। এতে কিছুটা স্বস্তি নেমে আসে।
ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের ভেতর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দু’দিনের তুলনায় তাপমাত্রা সামান্য কমলেও এখনো তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায়। তবে সোমবার বৃষ্টিপাত আরো বেড়ে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ফলে তাপপ্রবাহের মাত্রা আরো কমে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুর, ঢাকা, ফরিদপুর, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ইইউডি/এসএএইচ