এ যেন কোনো চিত্রশিল্পীর হাতে আঁকা ক্যানভাস। ফেনীর সোনাগাজী উপকূলীয় চর চান্দিয়া জেলে পাড়া এলাকার বিকেলের গল্পটা এমনই।







বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএইচডি/এইচএ/
ফেনী: দুপুর পেরিয়ে তখন বিকেল নামছিল, পড়ন্ত বেলায় হেলে পড়া সূর্যটা যেন ডাকছে হাতছানি দিয়ে। দুপুরের খরতাপের তেজ কমে যাওয়া সূর্যের স্বর্ণালি আলোকচ্ছটায় নদী কূলের চরাঞ্চলের বালু যেন হীরের মত চিকচিক করছে।
এ যেন কোনো চিত্রশিল্পীর হাতে আঁকা ক্যানভাস। ফেনীর সোনাগাজী উপকূলীয় চর চান্দিয়া জেলে পাড়া এলাকার বিকেলের গল্পটা এমনই।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএইচডি/এইচএ/