ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

নিউইয়র্কে প্রবাসীদের মাঝে ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন’-এর প্রচারণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১, ২০২৪
নিউইয়র্কে প্রবাসীদের মাঝে ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন’-এর প্রচারণা

ঢাকা: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাংকের নতুন অফশোর ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট ‘বন্ধন’-এর প্রচারণা করেছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি নিউইয়র্ক শহরে আয়োজিত অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রামে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন প্রবাসীদের সামনে প্রবাসীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এ লাভজনক প্রোডাক্টটির সুযোগ-সুবিধা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া অ্যায়ারপোর্ট ম্যারিয়টে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানসহ ৩৫০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন, সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন, অগ্রণী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর প্রমুখ।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্টটি সর্বোচ্চ ৮.৫৭ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সঞ্চয় ও বিনিয়োগের নানা সুযোগ-সুবিধা। এখান থেকে ইন্টারেস্ট আয়ের ওপর দিতে হবে না কোনো ট্যাক্স। গ্রাহকদের সুবিধার্থে থাকছে ৩ মাস থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ডিপোজিট খোলার সুযোগ। গ্রাহকরা চাইলেই যখন ইচ্ছা তখন ইন্টারেস্ট আয়সহ পুরো অর্থ ফান্ড ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রাহকদের দেবে এক অন্য রকম ব্যাংকিং অভিজ্ঞতা।

মাত্র ৫০০ ডলার দিয়েই এ ডিপোজিট খোলা যাবে। এখানে যত ইচ্ছা ততই জমা রাখা যাবে। ডিপোজিটে থাকছে না কোনো সীমা। এছাড়া চাইলে গ্রাহকরা ডিপোজিটের অর্থ বাংলাদেশে বিনিয়োগও করতে পারবেন। ডিপোজিটের বিশেষ সেগমেন্টের গ্রাহকরা ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিস, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট ও ফ্রি বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।  

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট ‘বন্ধন’-এর বিস্তৃতি প্রসারিত করে বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী ও বিদেশি নাগরিকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক পুরোপুরি প্রস্তুত।

গ্রাহকরা বিনিয়োগের জন্য ডলারের পাশাপাশি পাউন্ড এবং ইউরো মুদ্রাও বেছে নিতে পারবেন। ব্র্যাক ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অফশোর ব্যাংকিং আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সরকার এক যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছে, যা দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট ‘বন্ধন’-এর মাধ্যমে আমরা শুধু প্রবাসীদের জন্য লাভজনক সঞ্চয় ও বিনিয়োগের সুযোগই দিচ্ছি না বরং দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রার প্রবাহ নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছি। ব্র্যাক ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি কর্তৃক সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক। সুতরাং প্রবাসীরা নিশ্চিন্তে তাদের কষ্টার্জিত অর্থ ব্র্যাক ব্যাংকে রাখতে পারেন।  

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এ প্রোডাক্টটি সম্মানিত প্রবাসী গ্রাহকদের সঙ্গে আমাদের ব্যাংকের সম্পর্ক আরও সুন্দর ও দৃঢ় করে তুলবে। যার ফলে বাংলাদেশের সঙ্গেও তাদের আত্মার বন্ধন আরও দৃঢ় হবে।

ব্র্যাক ব্যাংক গত দেড় বছরে দেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা নিয়ে এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সরাসরি ভূমিকা রেখেছে। দেশের বৃহত্তম অফশোর ব্যাংকিং ডিপোজিট রয়েছে ব্র্যাক ব্যাংকে। যার পরিমাণ ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৬৮৮ মিলিয়ন (বৈদেশিক ঋণের ভিত্তিতে) মার্কিন ডলার। এটি আগের বছরের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। দীর্ঘমেয়াদি ঋণ ছাড়াও ব্র্যাক ব্যাংকের রয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার অফশোর ব্যাংকিং ডিপোজিট ও ২৮৩ মিলিয়ন মার্কিন ডলার স্বল্পমেয়াদি ঋণ। ব্র্যাক ব্যাংক ক্লায়েন্টদের ফরেন ট্রেড ও অর্থায়ন চাহিদা পূরণের লক্ষ্যে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সব সময় সচেষ্ট থাকবে। এভাবে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

প্রবাসীরা ব্র্যাক ব্যাংকের এ ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করে বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অনলাইনে অফশোর ব্যাংকিং ডিপোজিট খুলতে পারবেন: https://bondhon.bracbank.com/।

এছাড়া ব্যাংকের ডেডিকেটেড টিমের কাছে ই-মেইল পাঠানো যাবে এ ঠিকানায়: probashi@bracbank.com।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ০১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।