ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

সড়কের নিরাপত্তা উন্নয়নে জেস টায়ারের ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ২৩, ২০২৫
সড়কের নিরাপত্তা উন্নয়নে জেস টায়ারের ব্যতিক্রমী আয়োজন

‘সড়কের নিরাপত্তা আমাদের সকলের সম্মিলিত প্রয়াস’ এ লক্ষ্যকে সামনে রেখে ও সড়কের নিরাপত্তা উন্নয়নের জন্য জেস টায়ার একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম হাতে নিয়েছে।
 
বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেস টায়ার, রাজধানীর ১১টি গুরত্বপূর্ণ রাস্তার মোড়ে সারা দিনব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম করেছে।

উক্ত কার্যক্রমে জেস টায়ার কর্তৃক নিয়োজিত ২৫০ জন্য কর্মী অংশগ্রহণ করে।

কর্মীরা নিরাপদে রাস্তায় চলাচলের নিয়মকানুনগুলো বিভিন্ন প্ল্যাকার্ড এর মাধ্যমে গুরত্বপূর্ণ রাস্তার পয়েন্টগুলোতে জনসাধারণের সামনে তুলে ধরেন ও সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন।

এ দিবস উপলক্ষে জনপ্রিয় টিভি চ্যানেল DBC News এ আজ (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেস টায়ার নিবেদিত ‘জেস টায়ার, সড়ক সুরক্ষা, জীবন রক্ষা’ আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একটি দেশীয় টায়ার ব্র্যান্ড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার বিগত ২০২৩ সাল থেকে এ কার্যক্রম চালিয়ে আসছে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।