ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশে উদ্বোধন হল হাইসেন্স কিউএলইডি সিরিজ টিভি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বাংলাদেশে উদ্বোধন হল হাইসেন্স কিউএলইডি সিরিজ টিভি

ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশে উদ্বোধন করল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ।  

১৬ জানুয়ারি ঢাকার গুলশান-১ এর বিটিআই ল্যান্ড মার্কে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশি ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসার জন্য এই ইভেন্টটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত।

ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দাইয়ান এই উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বাংলাদেশি গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং পছন্দগুলা পূরণ করে এমন প্রিমিয়াম মানের পণ্য সরবরাহ করার জন্য হাইসেন্সের প্রতিশ্রুতির উপর জোর দেন।

দাইয়ান বলেন, ১০০ ইঞ্চি+ টিভি ক্যাটাগরিতে ১ নম্বর অবস্থানটি নিশ্চিত করার মাধ্যমে হাইসেন্স বিশ্বব্যাপী প্রিমিয়াম টিভি বাজারে তার অবস্থানকে আরও সুসংহত করেছে। আর আমরা বাংলাদেশে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। উন্নত ছবি, অত্যাধুনিক ফিচার, এবং মার্জিত ডিজাইনের কারনে এই সিরিজটি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন প্রযুক্তি হিসেবে স্বীকৃত।

এই উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং মিডিয়া প্রতিনিধিরা ছাড়াও ফেয়ার ইলেকট্রনিক্সের শীর্ষ ব্যবস্থাপনা নির্বাহীদের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও), আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মেসবাহউদ্দিন জে এম তসলিম কবির, গ্রুপ হেড অফ মার্কেটিং, মো. মুশফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রোডাক্ট।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।