ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ১২টি পুরস্কার জিতলো বিকাশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ১২টি পুরস্কার জিতলো বিকাশ

ঢাকা: ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’- এ ১২টি পুরস্কার জিতেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর মাঝে বিকাশ সরাসরি পেয়েছে সাতটি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ৫টি।

এ পুরস্কারগুলোর মধ্যে ৩টি সিলভার এবং ৯টি ব্রোঞ্জ।
 
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’- এর অষ্টম আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে। এ বছর পুরস্কারের জন্য ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি সেরা ক্যাম্পেইন স্বীকৃতি পেয়েছে।

বিকাশ এবছর ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ভিডিও’ ও বেস্ট ইউজ অব সার্চ’ ক্যাটাগরিতে সিলভার জিতেছে। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ‘বেস্ট ইউজ অব ইন্সটাগ্রাম’, ’বেস্ট ইউজ অব ইনটেগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’, ‘বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’, এবং ‘বেস্ট ভিডিও’ জন্য পুরস্কার জিতেছে বিকাশ।
 
পুরস্কার জেতা ক্যাম্পেইনগুলোয় পৃথকভাবে বিকাশ-এর পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিল মিডিয়াকম, এফসিবি বিটপী ও বিএনবি।

প্রতি বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করেন। এ বছর চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করার জন্য ‘শর্ট লিস্টিং’ ও ‘গ্র্যান্ড জুরি’—দুই স্তরে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।