ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

জেবিএবির বেসরকারি ব্যাংক শাখার আহ্বায়ক মাসুম ও সদস্যসচিব ওমর ফারুক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
জেবিএবির বেসরকারি ব্যাংক শাখার আহ্বায়ক মাসুম ও সদস্যসচিব ওমর ফারুক সাইফুল ইসলাম মাসুম ও ওমর ফারুক

ঢাকা: জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (জেবিএবি) বেসরকারি ব্যাংক শাখার ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুমকে আহ্বায়ক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ কর্মকর্তা ওমর ফারুককে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে জীবন বীমা ভবনে এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। জেবিএবির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভিরুল হক, যুগ্ম আহ্বায়ক শামছুল আরেফীন নিয়াজ, মোহাম্মদ সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মিরাজ উদ্দিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বে) সবুজ সিকদার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ