ঢাকা: ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে, ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইড কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৩ এর রোহিঙ্গা পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।
এই উদ্যোগের আওতায়, প্রদানকৃত জরুরি সহায়তা প্যাকেজের মধ্যে ছিল, খাবারের প্যাকেট, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী, শিশুখাদ্য, পরিধেয় পোশাক ইত্যাদি।
রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে ঝুঁকিতে থাকা ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে, ক্যাম্প-৩ এ মানবিক সহায়তা প্রদানের সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচির তত্ত্বাবধায়নে ছিলেন ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেইন এইড বিভাগের ডিরেক্টর অব দ্য কো-অর্ডিনেশন রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলযাবি এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হুমাইদ মোহাম্মদ আবদুল্লা দারউইশ আল তামিমি। পরিবারগুলোর কাছে নিরাপদে, সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে সহায়তা পৌঁছে স্থানীয় প্রশাসন তাদের সাহায্য করেন।
সম্পূর্ণ কর্মসূচিটি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার ও টিভি রিপোর্টারদের অংশগ্রহণে পূর্ণাঙ্গভাবে রেকর্ড করা হয়েছে, যাতে এই উদ্যোগের মূল বার্তা ও প্রভাব সবার কাছে পৌঁছানো সম্ভব হয়।
এ প্রসঙ্গে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের একজন প্রতিনিধি বলেন, এই উদ্যোগটি সংযুক্ত আরব আমিরাতের মানবিক মূল্যবোধের একটি জীবন্ত উদাহরণ এবং আঞ্চলিক বাস্তুচ্যুতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার আমাদের দৃঢ় অঙ্গীকারের উদাহরণস্বরূপ।
এই উদ্যোগটি বাংলাদেশের সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চলমান সহযোগিতার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত, যা মানবিক কূটনীতির মাধ্যমে সহানুভূতি, সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্যে উভয়পক্ষের প্রতিশ্রুতিকে তুলে ধরছে।