ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের আয়োজন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ওয়ান ব্যাংক সব সময় কমপ্লায়েন্স ইস্যু অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাবলি এবং আইএসও ২৭০০১ সার্টিফিকেশন অনুযায়ী অগ্নিনির্বাপনের সব ধরনের কৌশল অবলম্বনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষিত করা হয়।
এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ওয়ান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অগ্নিনির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন সংক্রান্ত একটি বাস্তবসম্মত প্রশিক্ষণের আয়োজন করে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ বক্তব্যে বলেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সহজেই অফিস এবং বাসাতেও অগ্নিনির্বাপন করতে সক্ষম হবেন।
এ ছাড়াও ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার এবং হেড অব রিকভারি ডিভিশন মোহা. আনোয়ারুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এএটি