ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ২২ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, ডিসেম্বর ১৩, ২০২৩
পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ২২ ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এবারের আসরের ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে আগ্রহ প্রকাশ করেছেন সবমিলিয়ে ২২ জন ক্রিকেটার।

ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৬ জন সিনিয়র ক্রিকেটার- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।  

গোল্ড ক্যাটাগরিতেও আছেন ৬ জন বাংলাদেশি ক্রিকেটার- নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং মুক্তার আলী।

এছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন- এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিপন মন্ডল, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার ও জিয়াউর রহমান।  

তবে ড্রাফটে নাম থাকলেও কোনো বাংলাদেশি ক্রিকেটার এবার দল পাবেন কি না নিশ্চিত নয়। কারণ, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হয়ে পিএসএল চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। অন্যদিকে ১ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশে বিপিএল। এরপর আবার ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজও আছে। ফলে জাতীয় দলের নিয়মিত সদস্যদের দল না পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।