ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সিলেটে আবারও বৃষ্টির হানা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, সেপ্টেম্বর ৩, ২০২৫
সিলেটে আবারও বৃষ্টির হানা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আবারও হানা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আবারও হানা দিয়েছে বৃষ্টি।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক।

ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তুলেছিলেন লিটন কুমার দাস ও সাইফ হাসান।

প্রথম তিন ওভারেই ৩৯ রান তোলে টাইগাররা। সাইফ ১২ রানে ফিরলেও অধিনায়ক লিটন দারুণ ফর্মে খেলেন ৪৬ বলে ঝোড়ো ৭৩ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই শুরুতে মনে হচ্ছিল বাংলাদেশ সহজেই দুইশত ছাড়িয়ে যাবে। তবে বৃষ্টির কারণে খেলা কয়েক দফায় থেমে যাওয়ায় গতি হারায় ব্যাটসম্যানরা।

১৪.৩ ওভারে ৪ উইকেটে ১২২ রান থেকে লড়াই চালিয়ে দলীয় ১৮.২ ওভারে পৌঁছে যায় ১৬৪ রানে। ঠিক তখনই আবার নামে বৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা বন্ধই রয়েছে।

এর আগে প্রথম দুই ম্যাচেই সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছে টাইগাররা।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।