ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পারিবারিক কারণে দ. আফ্রিকা ছাড়লেন কোহলি, ইনজুরিতে গায়কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, ডিসেম্বর ২২, ২০২৩
পারিবারিক কারণে দ. আফ্রিকা ছাড়লেন কোহলি, ইনজুরিতে গায়কোয়াড

টেস্ট সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু পারিবারিক কারণে তাকে আবারও ফিরতে হয়েছে ভারতে।

অপরদিকে আঙুলের ইনজুরির কারণে সিরিজটি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড।  

বিসিসিআই সূত্র বলছে ভারতে ফিরলেও প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় আবারও রওয়ানা দেবেন কোহলি। তবে কি পারিবারিক ঠিক কি কারণে তিনি দেশে অবস্থান করছেন, তা এখনও যানা যায়নি। যে কারণে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দেখা যাবে না এই ব্যাটারকে।

এদিকে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে ব্যথা পান গায়কোয়াড। এই বিষয়য়ে তৃতীয় ওয়ানডের আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময়ে আঙুলের ইনজুরি থেকে সে এখনও রিকোভার করেনি। তাই বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবে সে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।