ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আরব আমিরাতকে ১৪৭ রানের লক্ষ্য দিল পাকিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, সেপ্টেম্বর ১৭, ২০২৫
আরব আমিরাতকে ১৪৭ রানের লক্ষ্য দিল পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ধস নেমেছে পাকিস্তানের ব্যাটিংয়ে। তবে ইনিংসের শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয় খানিকটা এড়িয়েছে পাক বাহিনী।

টস হেরে ব্যাট করতে নেমেই দলীয় ৩ রানে ওপেনার সায়েম আইয়ুব ফেরেন সাজঘরে। অন্য প্রান্তে টিকতে পারেননি সাহেবজাদা ফারহানও, তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে সালমান আঘার দল।

এই ধ্বংসস্তূপের মাঝে ভরসা জাগান ফখর জামান ও সালমান আঘা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়ে ওঠে ৬১ রানের জুটি। মনে হচ্ছিল পাকিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু দলীয় ৭০ রানে আঘা আউট হয়ে ফিরতেই আবারও অস্থিরতা। ফখর যদিও তুলে নেন ঝড়ো হাফ সেঞ্চুরি, ৩৬ বলে ৫০ রান করে থামেন তিনি। তবে তার বিদায়ের পর শুরু হয় নাটকীয়তা।

৮৮ থেকে ১১০ রানের ভেতর একের পর এক উইকেট হারিয়ে ডুবতে থাকে পাকিস্তান। হঠাৎ করেই স্কোরবোর্ড যেন থমকে যায়। প্রতিপক্ষ বোলাররা যেন তখন আগুন ঝরাচ্ছেন। শেষদিকে শাহীন শাহ আফ্রিদি একাই লড়াই চালিয়ে যান। তার ব্যাট থেকে আসে ঝড়ো ১৪ বলে ২৯ রান। সেই ইনিংসের কল্যাণেই পাকিস্তান বিপর্যয় কিছুটা সামলে নেয়। শেষ পর্যন্ত তারা থামে ১৪৬ রানে।

সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিক ছিলেন ম্যাচের আসল নায়ক। বিধ্বংসী স্পেলে তুলে নেন সর্বোচ্চ ৪ উইকেট। তার আগুনে বোলিংয়ে কেঁপে ওঠে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। এ ছাড়া সিমরণজিৎ সিং পাকিস্তানের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

এফবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।