ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে কোহলি-কামিন্স-জাদেজা-হেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জানুয়ারি ৫, ২০২৪
বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে কোহলি-কামিন্স-জাদেজা-হেড

২০২৩ আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। বিশেষজ্ঞ প্যানেল ও ভক্তদের ভোটে চলতি মাসের শেষ দিকে তাদের মধ্যে একজনকে স্যার গ্যারি সোবার্স ট্রফি তুলে দেবে আইসিসি।

গত বছর ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন কোহলি। ৩৫ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৪৮ রান। এর মধ্যে ওয়ানডেতে ২৭ ম্যাচে ১ হাজার ৩৭৭ রান করেন এই ডানহাতি ব্যাটার। যার মধ্যে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপেই করেন  ৯৫.৬২ গড়ে তিন সেঞ্চুরিসহ ৭৬৫ রান। যা বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড। এই বিশ্বকাপেই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। এছাড়া টেস্টে ৮ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি সহ করেন ৬৭১ রান।

বোলার এবং অধিনায়ক হিসেবে স্মরণীয় এক বছর ছিল প্যাট কামিন্সের জন্য। ২৪ ম্যাচ খেলে শিকার করেছেন ৫৯ উইকেট। তার নেতৃত্বেই গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। দুটি ফাইনালেই ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন ডানহাতি এই পেসার। ওয়ানডেতে ১৩ ম্যাচ খেলে শিকার ১৭ উইকেট। আর টেস্টে ১১ ম্যাচে ৪২ উইকেট নেন তিনি।

কামিন্সের মতোই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ট্রাভিস হেড। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনাল দুটোতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। শুধু তা-ই নয়, বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ডার পারফরম্যান্স দিয়ে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। এরপর ফাইনালে গিয়ে হাঁকান অসাধারণ এক সেঞ্চুরি। তিন ফরম্যাটে ৩১ ম্যাচ খেলে গত বছর এক হাজার ৬৯৮ রান করেন তিনি।

বছরের শুরুতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। যেখানে অন্যতম ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা। ২২ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তিন ফরম্যাট মিলিয়ে গত বছর ৬১৩ রান ও ৬৬ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়:  ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।