ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের সঙ্গে দুই টেস্ট ‘পরে’ খেলতে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
জিম্বাবুয়ের সঙ্গে দুই টেস্ট ‘পরে’ খেলতে চায় বাংলাদেশ

এ বছর বাংলাদেশের জন্য ক্রিকেট সূচিতে ব্যস্ততা অনেক। দরজায় কড়া নাড়ছে বিপিএল।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ও দুটি টেস্টও রয়েছে সূচিতে।  

তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশ্বকাপের আগে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পরে সুবিধাজনক সময়ে। এমনটি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমি বলেছি এটা এখনও চূড়ান্ত নয়। কিন্তু আমরা চাইবো যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে এরপর পাঁচটা টি-টোয়েন্টি। এই পাঁচটা টি-টোয়েন্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি কিন্তু চাইবো ২ টা টেস্ট কমানো যায় কি না। ’

তিনি আরও বলেন, ‘তাহলে পরবর্তীতে আমরা অন্য জায়গায় সরিয়ে নিতে পারি। এটা এখনও আনুষ্ঠানিক না। এখন আমরা আনঅফিশিয়াল বলতে পারি এরকম চাইছি পরে এটা জানাতে পারব। যেহেতু আমরা জিম্বাবুয়ের সঙ্গে আইটেনেরি নিয়ে চুক্তি সই করিনি। এজন্য এই মুহূর্ত বলা কঠিন। ’

এ বিষয়ে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জালাল। তিনি বলেন,‘দরকার হলে পরে পরবর্তী সরিয়ে নেয়া হবে। তবে এখনও চূড়ান্ত নয়। যেহেতু এখনও দেরি আছে, শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ে সেহেতু আমাদের সময় আছে এখনও। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।