ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই কোহলি

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

শিগগিরই কোহলির বিকল্প ঘোষণা করবে তারা।

বিসিসিআই বিবৃতিতে জানায়, ' অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলে কোহলি জানিয়েছেন দেশের প্রতিনিধিত্ব করাকে সবসময় তিনি সবকিছুর আগে প্রাধান্য দেন। কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার উপস্থিতি ও অবিভক্ত মনোযোগ প্রয়োজন। '

'বিসিসিআই তার সিদ্ধান্তকে সম্মান করে। বোর্ড ও টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারের প্রতি সমর্থনের হাত বাড়িয়েছে।  টেস্ট সিরিজের দারুণ পারফরম্যান্স দেওয়ার ক্ষেত্রে দলের বাকি সদস্যদের সামর্থ্যের ওপর আত্মবিশ্বাসী বোর্ড। এই সময়ে কোহলির গোপনীয়তাকে সম্মান জানাতে এবং ব্যক্তিগত কারণগুলো অনুমান করা থেকে বিরত থাকতে সংবাদমাধ্যম ও ভক্তদের অনুরোধ করা হচ্ছে। '

কিছুদিন আগেই কিংবদন্তি সুনীল গাভাস্কার প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। ইংল্যান্ডের সিরিজে কোহলির দাপুটে পারফরম্যান্স দেখতে মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু তারকা ব্যাটারের প্রথম দুই টেস্টে না থাকা নিশ্চয়ই হতাশ করেছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বরাবরই ভালো খেলে থাকেন কোহলি। ব্যাট হাতে ৪২.৩৬ গড়ে করেছেন এক হাজার ৯৯১ রান করেছেন তিনি। তার জায়গায় প্রথম দুই টেস্টে চার নম্বরে কে খেলবেন সেটাই এখন প্রশ্ন।

এদিকে আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এএইচএস 


   
     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।