ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

কোয়াব নির্বাচন: কে হবেন সভাপতি?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, সেপ্টেম্বর ৪, ২০২৫
কোয়াব নির্বাচন: কে হবেন সভাপতি?

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে ক্রিকেটাঙ্গনে ছিল তুমুল আলোচনা। তবে শেষ মুহূর্তে এসে সেই উত্তেজনা খানিকটা কমে গেছে।

কারণ, ১১টি পদের মধ্যে ১০টিতেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন। একমাত্র সভাপতি পদেই হচ্ছে আসল লড়াই।  

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুন। দু’জনের মধ্যেই নির্ধারিত হবে কোয়াবের নতুন নেতৃত্ব।  

ভোটার তালিকায় রয়েছেন ২১৫ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার। সভাপতি ছাড়া অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। সিনিয়র সহ-সভাপতি হচ্ছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি পদে রয়েছেন জাতীয় দলের বর্তমান উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।  

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আটজন। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। নারী ক্রিকেটার রুমানার অন্তর্ভুক্তি নতুন কমিটিকে দিয়েছে আলাদা মাত্রা।  

কোয়াব ক্রিকেটারদের কল্যাণ ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে বলেই বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় সভাপতি আসনে বসেন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার নাকি বর্তমান তারকা ক্রিকেটার।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।