ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

ক্রিকেট

জানুয়ারির সেরা ক্রিকেটার শামার জোসেফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
জানুয়ারির সেরা ক্রিকেটার শামার জোসেফ

জানুয়ারিতে অভিষেক, খেলেছেন কেবল দুই ম্যাচ। তাতেই আলো ছড়িয়ে মাসের সেরা ক্রিকেটারে পরিণত হয়েছেন শামার জোসেফ।

অস্ট্রেলিয়ান জশ হ্যাজেলউড ও ইংল্যান্ডের অলি পোপকে ছাপিয়ে আইসিসির পুরস্কারটি জিতে নেন এই ক্যারিবিয়ান পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন জোসেফ। ক্যারিয়ার প্রথম বলেই পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে তুলে নেন স্টিভেন স্মিথকে। এর আগে ব্যাট হাতে খেলেন ৩৬ রানের ক্যামিও ইনিংস।  

ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে নিজেকে আরও ছাড়িয়ে যান জোসেফ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ঐতিহাসিক এক জয়। তার দুর্দান্ত বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা।

দুই টেস্ট মিলিয়ে ১৩ উইকেট শিকার করায় চারিদিকে কেবলই জোসেফ বন্দনা। টেস্ট ক্রিকেটের যেখানে গেল গেল রব উঠেছে, সেখানে তিনিই হতে পারেন খেলাটির ত্রাণকর্তা। এমনটাই মনে করেন অজি কিংবদন্তি স্টিভ ওয়াহ।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।