ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, মার্চ ২২, ২০২৪
বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে ভারত

সিলেট থেকে: গত বছরের শেষদিকে বাংলাদেশে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। রোমাঞ্চকর ওই সিরিজ নিয়ে নানা আলোচনার তৈরি হয়।

চলতি বছর আবারও আসবে হারমানপ্রীত কৌররা। শুক্রবার সিলেটে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, বিশ্বকাপের আগেই আসবে তারা।  

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত। ’

২০১৪ সালের পর গত বছরই দ্বিতীয়বারের মতো সিরিজ খেলতে আসে ভারতীয় নারী ক্রিকেট দল। ২০১৪তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল।  

এবারও আরও একটি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশে আসছেন হারমানপ্রীতরা। এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে বসতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।  

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।