ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘রাজনীতি টেনে আনবেন না ক্রিকেটে’—ভারতের প্রতি বার্তা শোয়েব আখতারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, সেপ্টেম্বর ১৫, ২০২৫
‘রাজনীতি টেনে আনবেন না ক্রিকেটে’—ভারতের প্রতি বার্তা শোয়েব আখতারের শোয়েব আখতার/সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও ম্যাচ-পরবর্তী আচরণে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল।  

রোববার দুবাইয়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের দল।

১২৮ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে মাত্র ১৫.৫ ওভারে।

তবে খেলার পর ঘটে ভিন্ন এক দৃশ্য। জয় নিশ্চিত করার পর ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান, পাকিস্তান দলের সঙ্গে কোনো করমর্দন বা সৌজন্য বিনিময় ছাড়াই।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান দলের খেলোয়াড়রা হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা দ্রুত ভেতরে চলে যান।

এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। এটি হতাশাজনক দৃশ্য। কী বলব বুঝতে পারছি না। ক্রিকেটকে রাজনীতির মাঠে টেনে আনবেন না। এটা কেবল একটা খেলা, এখানে সৌজন্য দেখানো উচিত। হাত মেলান, সৌন্দর্য দেখান। ’

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর এই সিদ্ধান্ত ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা ছিল। তিনি নাকি খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানিদের সঙ্গে করমর্দন বা আলাপচারিতায় না যেতে।

ফলে ভারতের এই সিদ্ধান্ত ঘিরে যেমন দেশজুড়ে প্রশংসা হচ্ছে, তেমনি প্রতিবেশী দেশ পাকিস্তানে জন্ম দিয়েছে ক্ষোভ ও হতাশা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ