এপ্রিল মাসের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্স।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেন মিরাজ। দুই ম্যাচে বল হাতে শিকার করেন ১৫টি উইকেট, সঙ্গে ব্যাট হাতে করেন এক শতক। বল ও ব্যাট—দুই ভূমিকাতেই ছিলেন সমান উজ্জ্বল।
সিলেট টেস্টে দুই ইনিংসেই ৫ উইকেট করে নেন এই স্পিনার (৫/৫২ ও ৫/৫০), যদিও বাংলাদেশ সেই ম্যাচে হারে তিন উইকেটে। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ নিজেই। প্রথম ইনিংসে করেন ১০৪ রানের অনবদ্য ইনিংস, এরপর বল হাতে ফের নেন ৫ উইকেট (৫/৩২)। তার অলরাউন্ড পারফরম্যান্সেই ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
মিরাজ পুরো সিরিজে করেন ১১৬ রান (গড় ৩৮.৬৬) এবং নেন ১৫ উইকেট (গড় ১১.৮৬), যা তাকে এনে দিয়েছে মাসসেরা খেলোয়াড়ের জন্য শক্ত দাবিদার হিসেবে।
আইসিসি’র মনোনয়ন তালিকায় মিরাজের সঙ্গে থাকা ব্লেসিং মুজারাবানি ও বেন সিয়ার্সও দারুণ পারফর্ম করেছেন। তবে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজই সবার চোখে এখন আলোচিত নাম।
এমএইচএম