ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে হামলা: নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, মে ৭, ২০২৫
পাকিস্তানে হামলা: নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছে বিসিবি ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গতকাল রাতে পাকিস্তান ও দেশটি কর্তৃক নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ভারত।

এদিকে পিএএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে তৎপর বিসিবি।

এক বিবৃতিতে বিসিবি জানায়, নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ। আর নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে। রিশাদ বেশ কয়েকটি ম্যাচ খেললেও নাহিদ এখনও জায়গা পাননি একাদশে। তবে দুজনেই অবস্থান করছেন সেখানে।

বিবৃতিতে বিসিবি জানায়, ‘গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

‘বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। ’

বিসিবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া দেশটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেটি নিয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। তবে অনিশ্চয়তা রয়েছে ঠিকই।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।