বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং বিভাগে বড় রদবদল আসতে চলেছে। নিউজিল্যান্ডের সাবেক পেসার আন্দ্রে অ্যাডামস বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও আগেভাগেই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার চুক্তি ছিল। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে বিসিবির পথচলা শেষ হচ্ছে আরও আগেই।
২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর অ্যাডামসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেছেন তিনি, তবে বোর্ড আর তাকে রাখার আগ্রহ দেখাচ্ছে না। সূত্র বলছে, তার কার্যক্রমে সন্তুষ্ট ছিল না বোর্ড, বিশেষ করে তরুণ পেসারদের উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি না থাকায়।
বিকল্প হিসেবে সবচেয়ে এগিয়ে শন টেইট
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট-কে নতুন পেস কোচ হিসেবে দেখা যেতে পারে। টেইট তার দুর্দান্ত গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি।
পাকিস্তানের জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলের সময় চিটাগং কিংসের কোচ হিসেবে থাকাকালীন তার সঙ্গে বিসিবির আলোচনা শুরু হয়, যা বর্তমানে অনেকটাই এগিয়েছে।
২০২২ সালেও বিসিবির নজরে ছিলেন তিনি। এমনকি গত বছর নিজের নাম দিয়েও পরে তা প্রত্যাহার করেছিলেন। তবে এবার সবদিক থেকে আলোচনার গতি ও মনোভাব বেশ ইতিবাচক। বোর্ডের একাধিক শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, চূড়ান্ত ঘোষণা আসা এখন কেবল সময়ের ব্যাপার।
এমএইচএম