ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, সেপ্টেম্বর ৯, ২০২৫
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রশিদ খানরা।

 

যদিও সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে গেছে আফগানরা। তবে রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান; এই চার স্পিনারের কারণে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন আক্রমণ।  

অন্যদিকে, ইয়াসিম মুর্তজার নেতৃত্বে হংকং আশাবাদী হলেও সতর্ক ভঙ্গিতে মাঠে নামছে। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ইয়াসিম মুর্তজা ও আয়ুষ শুক্লা। অভিষেক এশিয়া কাপেই হংকং বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর সক্ষমতা রাখার কথা জানিয়েছে।  

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, এ. এম. গজনফর, ফজলহক ফারুকি।  

হংকং একাদশ: জিশান আলী (উইকেটকিপার), বাবর হায়াত, অংশুমান রাঠ, কলহান চাল্লু, নিজাকাত খান, আইজাজ খান, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আয়ুষ শুক্লা, আতীক ইকবাল, এহসান খান।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ