ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মে ১১, ২০২৫
পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা করবে বিসিবি ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতের কারণে পিএসএলের পাশাপাশি স্থগিত হয়েছে আইপিএলও। সামনে রয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর।

নিরাপত্তা ইস্যু রয়েছে সিরিজটি নিয়ে। তবে এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি। পিসিবির সঙ্গে আলোচনা চলছে বলে বিবৃতিতে জানায় তারা।  

এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশের দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে সক্রিয় আলোচনা চলমান। বিসিবি পুনরায় নিশ্চিত করছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করে সামনের সফর সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে তা দলের এবং বাংলাদেশের ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ’

এদিকে পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঠিকই খেলবে বাংলাদেশ। আগামী বুধবার সকালে আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এই সিরিজের পরেই পাকিস্তানের সঙ্গে খেলার কথা রয়েছে তাদের।  

সূচিতে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। ২৫মে থেকে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। যার মধ্যে তিনটি লাহোর এবং দুটি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।