ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাক-ভারত যুদ্ধবিরতির পর আবার মাঠে ফিরছে পিএসএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, মে ১৩, ২০২৫
পাক-ভারত যুদ্ধবিরতির পর আবার মাঠে ফিরছে পিএসএল সংগৃহীত ছবি

সম্প্রতি পাক-ভারত সীমান্তে সংঘর্ষের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হচ্ছে ১৭ মে থেকে।  

পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যান মোহসিন নকভি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, “পিএসএল ১০ আবার শুরু হচ্ছে সেখান থেকেই, যেখানে থেমে ছিল। ছয় দল, ভয় শূন্য। এবার কেবল ক্রিকেটের জাদু উপভোগ করার সময়। ”

পুনরায় শুরু হওয়া লিগে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২৫ মে অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল।

সংঘর্ষের ছায়া কাটিয়ে ক্রিকেটে ফেরা

পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছিল ভারতীয় বাহিনীর আক্রমণের পর, যাতে প্রাণ হারান ৫১ জন—এর মধ্যে ৪০ জন বেসামরিক এবং ১১ জন নিরাপত্তাকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করেই পিএসএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

এখন সেই স্থিতিশীলতা কাজে লাগিয়ে পাকিস্তান আবারও মাঠে ফেরাতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি।

চূড়ান্ত প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার

টুর্নামেন্টের অবশিষ্ট অংশ নির্বিঘ্নে সম্পন্ন করতে পিসিবি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। সব ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে পুনরায় শুরু হওয়া লড়াইয়ে।

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, “সব দলকে জানাই শুভেচ্ছা। আসুন আমরা ক্রিকেটকে বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরি। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।