ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএলের পাশাপাশি স্থগিত হয়েছিল আইপিএলও। তবে ফের শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট; আগামী ১৮মে থেকে।
গুজরাট টাইটান্সের জস বাটলার, মুম্বাই ইন্ডিয়ান্সের উইল জ্যাকস ও বেঙ্গালুরুর জ্যাকব বেথেল এখনও আছেন প্লে-অফের দৌড়ে। এছাড়া রাজস্থান রয়্যালসের জফরা আর্চার ও চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটনও রয়েছেন এই দলে। তবে তাদের দল প্লে-অফ থেকে ছিটকে পড়ায় সমস্যা হবে না।
নতুন করে সূচি হওয়া আইপিএলের প্লে-অফ শুরু হবে আগামী ২৯ মে। আগামী ৩ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। এদিকে ক্যরিবিয়ানদের বিপক্ষে ২৯ মে প্রথম ওয়ানডে, ১ জুন দ্বিতীয় ওয়ানডে ও শেষটি অনুষ্ঠিত হবে ৩ জুন; যেদিন আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। তাই ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিকে বেঙ্গালুরুর হয়ে খেলা লিয়াম লিভিংস্টোন ও ফিল সল্টকে ওয়ানডে দলে রাখা হয়নি। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য রাখা হয়েছে সল্টকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ৬ জুন থেকে।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলেও রয়েছেন তিনজন আইপিএল-চুক্তিবদ্ধ ক্রিকেটার। রোমারিও শেফার্ড (বেঙ্গালুরু), শেরফেইন রাদারফোর্ড (গুজরাট) ও শামার জোসেফ (লক্ষ্ণৌ)। তাদের মধ্যে জোসেফের দল প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কম হলেও বাকি দু’জনের অংশগ্রহণও অনিশ্চিত।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড
আরইউ