ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সরকারের সবুজ সংকেত, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, মে ১৫, ২০২৫
সরকারের সবুজ সংকেত, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এ বিষয়ে সরকার নীতিগতভাবে অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদনের চিঠি হাতে আসেনি, তবে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, সেটি খুব শিগগিরই এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৫ মে) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ-কে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা সরকারের সবুজ সংকেত পেয়েছি। আনুষ্ঠানিক চিঠিটা এখনো আসেনি, তবে সিদ্ধান্তটা হয়ে গেছে। চিঠি পাওয়ার পরই আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। ”

এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের আগে সরকারের ক্লিয়ারেন্স প্রয়োজন, এরপর খেলোয়াড়দের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সফরের নতুন সূচি প্রকাশ করেছে পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে সফরের নতুন সূচি পাঠিয়েছে বিসিবিকে।

এর আগে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একই দিনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় সূচিতে পরিবর্তন আনা হয়।

নতুন সূচি অনুযায়ী:

প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে:
- ২৭ মে, ২৯ মে ও ১ জুন

শেষ দুইটি ম্যাচ হবে লাহোরে:
- ৩ ও ৫ জুন

ইউএই সফরে ব্যস্ত বাংলাদেশ দল

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল বর্তমানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তারা সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক আমিরাতের বিপক্ষে — যথাক্রমে ১৭ মে ও ১৯ মে শারজাহতে।

খেলোয়াড়দের সম্মতি ছাড়া সিদ্ধান্ত নয়: বিসিবি

পাকিস্তান সফর নিয়ে কিছু খেলোয়াড়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানা গেছে। বিসিবি জানিয়েছে, কাউকে জোর করে পাঠানো হবে না।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, “সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে বসব। কেউ যদি নিরাপত্তার কারণে না যেতে চায়, আমরা তাকে বাধ্য করব না। খেলোয়াড়দের সিদ্ধান্তকেই আমরা সম্মান জানাব। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।