ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রাকিবুল জাদুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, মে ১৬, ২০২৫
রাকিবুল জাদুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর বল হাতেও দুর্দান্ত ছিলেন রাকিবুল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপামি মাহফুজুর রাব্বির ফিফটি ছাড়ানো ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল তারা।  

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৫.৫ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২২৫ রান সংগ্রহ করতে পারে তারা। এই রান তাড়া করতে নেমে ১৯১ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।  

ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে শূন্য রানে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তবে মাহফিজুল ইসলাম লড়ার চেষ্টা করেন। ৪৮ বল খেলে তার ব্যাট থেকে আসে ২৬ রান। পাঁচে নেমে চেষ্টা চালান আকবর আলিও। তবে খুব বেশি রান তুলতে পারেননি। ৫১ বলে ৩৮ রান করে বাংলাদেশি অধিনায়ক। ধুঁকতে থাকা দলকে খেলায় ফেরান মাহফুজুর। ৭৭ বলে ৫৮ রান করেন তিনি।  

শেষদিকে রাকিবুল হাসান দ্রুত ব্যাট চালান ৪০ বলে ৪২ রান করে বাংলাদেশের সংগ্রহ দুইশ পার করেন তিনি। বল হাতেও তিনি রাখেন দারুণ অবদান। দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট একাই তুলে নেন। ১০ ওভারে রান দেন স্রেফ ২৬।  

শুরুটা করেন ওপেনার মিকায়েল প্রিন্সকে দিয়ে। ২ রানে তাকে ফেরান রাকিবুল। আরেক ওপেনারকেও বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশি এই স্পিনার। ৪২ বলে ৩৪ রান করেন জর্জ ম্যাথিউস। চারে নেমে কিছুক্ষণ লড়েন অ্যান্ডিল চার্লস। তবে ৩৫ রানেই রকিবুলের বলে বোল্ড হন তিনি।  

শেষদিকে লড়াই করেন হ্যান্ডসাম মোকায়েনা ও মাইকেল ফন ভরেন। তবে দলকে জেতাতে পারেননি তারা। ভরেন ৪০ রান এবং মোকায়েনা ৩৭ রান করে আউট হন। রাকিবুল ছাড়া দুটি করে উইকেট নেন মাহফুজুর রাব্বি ও ওয়াসি সিদ্দিক।

আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।