ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইমিগ্রেশন জটিলতায় জরুরি ডাক, স্কোয়াডে না থেকেও আমিরাতে নাসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মে ১৭, ২০২৫
ইমিগ্রেশন জটিলতায় জরুরি ডাক, স্কোয়াডে না থেকেও আমিরাতে নাসুম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের মাঝপথে হঠাৎই এক জরুরি ডাকে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।  

শনিবার রাতের প্রথম প্রহরে দেশের বিমানে ওঠেন তিনি, আর রোববার সকালেই শারজাহতে জাতীয় দলের সঙ্গে যোগ দেন।

নাসুমকে এত তড়িঘড়ি করে পাঠানোর কারণ ছিল ইমিগ্রেশন জটিলতায় নাহিদ রানা ও রিশাদ হোসেনের দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে পড়া। সম্ভাব্য বিকল্প হিসেবে দ্রুত নাসুমকে পাঠানো হয়।

তবে শেষ পর্যন্ত সেই জটিলতা কেটে যায়। ফলে স্কোয়াডে জায়গা হয়নি নাসুমের, ম্যাচ খেলার সম্ভাবনাও প্রায় নেই।  

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জরুরি প্রয়োজনে নাসুমকে ব্যাকআপ হিসেবে পাঠানো হয়েছিল। এখন মূল স্কোয়াড সম্পূর্ণ, তাই তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না। ”

নাসুম সম্প্রতি ভালো ছন্দে আছেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ৬৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। যদিও প্রথম চার দিনের ম্যাচে খেলেননি, তবে মিরপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

দ্রুত আমিরাতে গিয়ে আবার দ্রুতই ফিরে আসা—ব্যতিক্রমী এক অভিজ্ঞতা নিয়ে আবারও ‘এ’ দলের সঙ্গে যুক্ত হবেন নাসুম।

উল্লেখ্য, আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।