ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

দুবাই থেকে সিলেটে ফিরছেন নাসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, মে ১৮, ২০২৫
দুবাই থেকে সিলেটে ফিরছেন নাসুম নাসুম আহমেদ/সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের মিশন শেষ হচ্ছে দ্রুতই। ভিসা জটিলতায় আটকে পড়া রিশাদ হোসেন ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দেওয়ায় দেশে ফিরছেন নাসুম।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ভিসা জটিলতার কারণে আমরা জরুরি ভিত্তিতে নাসুমকে পাঠিয়েছিলাম। এখন রিশাদ ও নাহিদ দুজনই দলের সঙ্গে আছে, তাই আর নাসুমকে প্রয়োজন নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ”

তিন দিন বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ-নাহিদ

সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ভিসা ইস্যুতে দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে থাকতে হয় তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ডানহাতি পেসার নাহিদ রানাকে। তখন জরুরি সমাধান হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শুক্রবার বিকেলে দুবাই পাঠানো হয়।

ভিসা সমস্যার সমাধান হওয়ায় দুজনেই এখন দলের প্রস্তুতিতে ফিরেছেন, ফলে নাসুমের আর সেখানে থাকার প্রয়োজন নেই।

সিলেটে ফিরছেন নাসুম

দুবাই যাওয়ার আগে নাসুম ছিলেন সিলেটে, বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।  রোববারই নাসুমের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।