পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার হায়দার আলি নতুন করে বিতর্কে জড়িয়েছেন। ইংল্যান্ড সফরের একটি ঘটনা ঘিরে তাকে তদন্তের আওতায় এনেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
যদিও তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পিসিবি কিংবা ইংলিশ পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান শাহিন্সের (এ দল) সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময় কোনো এক ঘটনায় তিনি জড়িত ছিলেন। সফরটি শেষ হয় গত সোমবার।
তবে হায়দারকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তাদের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তাকে কেবল জিজ্ঞাসাবাদ করেছে।
এক বিবৃতিতে পিসিবি জানায়, তারা পুরো ঘটনার বিষয়ে ওয়াকিবহাল এবং হায়দার আলিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়টিকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
পিসিবির ভাষ্য অনুযায়ী, ‘যুক্তরাজ্যের আইন ও বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা রাখে বোর্ড। সেই আস্থার জায়গা থেকেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার আলিকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষ হলে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে আচরণবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
বর্তমানে ২৪ বছর বয়সী হায়দার আলি পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। বিপিএলেও দেখা গেছে এই ব্যাটারকে, ২০২২-২৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে একটি ম্যাচ এবং সর্বশেষ আসরে চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেন হায়দার।
আরইউ