বুলাওয়েতে তৃতীয় দিনের সকালের সেশনেই শেষ হয়ে গেল ম্যাচ। নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল।
নিউজিল্যান্ডের আগের রাতের ৬০১/৩ ডিক্লেয়ার করার পর জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৭৬ রানের ঘাটতি নিয়ে। দিনের শুরুতেই ম্যাট হেনরি বোল্ড করেন ব্রায়ান বেনেটকে, পরে তার স্পেলে ব্রেন্ডন টেলরও ক্যাচ দিয়ে ফেরেন। অভিষেক ম্যাচে জ্যাকব ডাফি শিকার করেন শন উইলিয়ামসকে, যিনি রিটার্ন ক্যাচ দেন বোলারের হাতে।
এরপর অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে মধ্য ও নিচের সারি গুটিয়ে দেন জ্যাকারি ফোকস। তিনি প্রথমে ছোট লেন্থে সিকান্দার রাজাকে গালিতে ক্যাচ করান। তাফাদজওয়া সিগা ডিফেন্সে খোঁচা দিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। ভিনসেন্ট মাসেকেসা ও ট্রেভর গোয়ান্ডু—দুজনকেই বোল্ড করেন ইনসুইঙ্গারে। পঞ্চম শিকার হিসেবে বেন্ডিং মুজারাবানিকে ডিপ মিডউইকেটে ক্যাচ করিয়ে নেন।
ফাউল্কস ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন, প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। আরেক অভিষেক বোলার ম্যাথিউ ফিশারও দারুণ স্পেলে ক্রেগ আরভিন ও ট্রেভর গোয়ান্ডুকে ফেরান।
নিক ওয়েলচ কিছুটা প্রতিরোধ গড়েন ৪৭ রানে অপরাজিত থেকে, কিন্তু ডাফির বলে তানাকা চিভাঙ্গা গালিতে ক্যাচ দিলে ২৮.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১৪২ ও ১১৭ (২৮.১ ওভার) — নিক ওয়েলচ ৪৭*; জ্যাকারি ৫-৩৭, ম্যাট হেনরি ২-১৬
নিউজিল্যান্ড ৬০১/৩ ডিক্লেয়ার — ডেভন কনওয়ে ১৫৩, হেনরি নিকোলস ১৫০*, রাচিন রবীন্দ্র ১৬৫*
ফলাফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী।
এমএইচএম