ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

ক্রিকেট

গতি, আগ্রাসন ও নির্ভীকতায় মুগ্ধ করলেন দ. আফ্রিকার মাফাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, আগস্ট ১১, ২০২৫
গতি, আগ্রাসন ও নির্ভীকতায় মুগ্ধ করলেন দ. আফ্রিকার মাফাকা

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা মাত্র ১৯ বছর বয়সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জাত চেনালেন। ডারউইনে গতকাল তিনি তুলে নেন ক্যারিয়ারসেরা ৪ উইকেট, মাত্র ২০ রান খরচে।

যদিও ১৭৯ রানের লক্ষ্যে প্রোটিয়ারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

মাফাকা চতুর্থ বলেই জানান দেন নিজের আগ্রাসনের—১৪৪ কিমি গতির বলে মিচেল ওয়েনের অফ–স্টাম্প উড়িয়ে দেন। এরপর ফেরান টিম ডেভিড, অ্যাডাম জাম্পা ও বেন দারসুইসকে। বিশেষ করে টিম ডেভিডের বিপক্ষে ছিল দারুণ নিয়ন্ত্রণ—১১ বলে মাত্র ১৪ রান দিয়ে উইকেট তুলে নেন।

সতীর্থ রায়ান রিকেলটন বলেন, “মাঠে সে ভীষণ প্রতিযোগিতামূলক, কিন্তু ড্রেসিংরুমে শান্ত। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে লড়াই করা তারুণ্যের দারুণ উদাহরণ। ”

বল ছাড়াও ফিল্ডিংয়ে আলো ছড়ান মাফাকা। পাওয়ারপ্লেতে কাগিসো রাবাদার বলে পরপর দুটি ক্যাচ নেন—প্রথমটি ট্রাভিস হেডকে ছোট থার্ডে, দ্বিতীয়টি মিচ মার্শের উঁচু লেগ–সাইড শট ধরে।

মাফাকার উত্থান শুরু ২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে, যেখানে ১৭ বছর বয়সে ২১ উইকেট নিয়ে হন টুর্নামেন্ট–সেরা। সেই পারফরম্যান্স তাকে আইপিএলে নিয়ে যায়—প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৪), পরে রাজস্থান রয়্যালস (২০২৫)।  

মাফাকার আন্তর্জাতিক অভিষেক হয় ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে, যেখানে তিনি ঘণ্টায় ১৫১ কিমি গতি ছুঁয়েছিলেন। দুই সপ্তাহ পর ১৮ বছর ২৭০ দিনে দক্ষিণ আফ্রিকার কনিষ্ঠতম টেস্ট খেলোয়াড় হন।

এখন পর্যন্ত মাফাকার ঝুলিতে আছে ২ টেস্টে ৩ উইকেট, ২ ওয়ানডেতে ৫ উইকেট এবং ৯ টি–টোয়েন্টিতে ১০ উইকেট।  

সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি হবে মঙ্গলবার, ১২ আগস্ট, ডারউইনে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।