ইংল্যান্ডে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাস সেরার স্বীকৃতি পেয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। এর মধ্য দিয়ে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হওয়ার রেকর্ড গড়লেন তিনি।
আজ আইসিসি নিজেদের ওয়েবসাইটে গত মাসের সেরাদের নাম ঘোষণা করে। যেখানে গিলকে টপকাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
গত মাসে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঝলমলে এক সময় কাটিয়েছেন গিল। কেবল আগস্ট মাসেই তিন ম্যাচে ৯৪.৫০ গড়ে করেছেন ৫৬৭ রান। এর মধ্যে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ২৬৯ ও ১৩১ রানের ইনিংস খেলে দলকে ১-১ সমতায় ফেরান।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ বাঁচানো ইনিংসে করেন অপরাজিত ১০৩ রান। শেষ টেস্টে ৬ রানে জয় তুলে নিয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত। টেস্ট অধিনায়ক হিসেবে এটি ছিল গিলের প্রথম সিরিজ, যেখানে ব্যাট হাতে ও নেতৃত্বে সমান উজ্জ্বল ছিলেন তিনি।
আরইউ