ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

ক্রিকেট

বল হাতে জ্বলে উঠে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে হেনরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, আগস্ট ১৩, ২০২৫
বল হাতে জ্বলে উঠে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে হেনরি ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ বোলিং করে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। আজ প্রকাশিত সর্বশেষ আইসিসি র‌্যাংকিংয়ে ৮৪৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি।

দুইয়ে ও তিনে যথাক্রমে কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ।

বুলাওয়ায়োতে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট ছুঁয়েছিলেন হেনরি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাঁচটিসহ ম্যাচে মোট ৭ উইকেট নেন তিনি। ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জেতে কিউইরা। সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ৩৩ বছর বয়সী এই পেসারের হাতে।

এছাড়া অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ মোট ৯ উইকেট পাওয়া কিউই পেসার জ্যাকারি ফোকস উঠে এসেছেন প্রবেশ করেছেন র‌্যাংকিংয়ে; রয়েছেন ৬১তম স্থানে।

ব্যাট হাতে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরির দেখা পান রাচিন রবীন্দ্র (১৬৫), ডেভন কনওয়ে (১৫৩) ও হেনরি নিকোলস (১৫০*)। তিনজনেরই উন্নতি হয়েছে র‌্যাংকিংয়ের। রাচিন ১৫ ধাপ এগিয়ে ২৩তম, কনওয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭তম, আর নিকোলস ৬ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে রয়েছেন। জিম্বাবুয়ের নিক ওয়েলচও ১১ ধাপ এগিয়ে ৯৮তম হয়েছেন।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটি করে সেরা দশে ফিরেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড (১০ম)। তার সতীর্থ ক্যামেরন গ্রিন ২৩তম স্থানে। দক্ষিণ আফ্রিকার হয়ে রেকর্ড গড়া ডেওয়াল্ড ব্রেভিস (১২৫*) ৮০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে পৌঁছেছেন। ট্রিস্টান স্টাবসও ১২ ধাপ এগিয়ে ২৭তম হয়েছেন।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে বড় অগ্রগতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস (৮২তম) ও পাকিস্তানের আবদুল্লাহ শাফিকের (৯০তম)। শীর্ষ ব্যাটসম্যান ভারতের শুভমান গিল। বোলারদের তালিকায় ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি ১২তম, জেডেন সিলস ৩৩তম এবং পাকিস্তানের আবরার আহমেদ ৫৪তম স্থানে উঠেছেন।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।