ওয়ানডে থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও আপাতত মাঠের বাইরেই আছেন রোহিত শর্মা। কিন্তু তা সত্ত্বেও আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
বুধবার প্রকাশিত তালিকায় রোহিত পাকিস্তানের বাবর আজমকে টপকে শীর্ষ অবস্থানে আসেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাবর তৃতীয় স্থানে নেমে গেছেন।
৩৮ বছর বয়সী রোহিত ২০২৫ সালের আইপিএলের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবুও ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন কেবল ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের পেছনে। ৭৮৪ পয়েন্ট নিয়ে গিল প্রথম স্থানে রয়েছেন।
৭৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। রোহিত ও কোহলি দুজনেই ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে ৫০ ওভারের ফরম্যাটে খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দুজনেরই সর্বশেষ ওয়ানডে ম্যাচ ছিল এ বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিযানে।
বর্তমানে ভারতের পাঁচজন ব্যাটসম্যান পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ১৫-এ রয়েছেন। তাদের মধ্যে শ্রেয়াস আইয়ার অষ্টম এবং কেএল রাহুল ১৫তম স্থানে আছেন।
র্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ৩৪তম অবস্থানে স্থির রয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ (৭১তম)। তবে বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন তাসকিন আহমেদ। আর এক ধাপ অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান (৪৭তম), শরিফুল ইসলাম (৫২তম), নাসুম আহমেদ (৮৩তম) ও তানজিম হাসান সাকিবের (৯৩তম)।
এমএইচএম