ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ক্রিকেট

চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে অঙ্কন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, আগস্ট ১৭, ২০২৫
চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে অঙ্কন ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে আসন্ন চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট দলে জায়গা হারানো কয়েকজন ক্রিকেটারের সঙ্গে উঠতি পারফর্মাররাও সুযোগ পেয়েছেন এই দলে।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান দেশে ফিরবেন টুর্নামেন্ট শেষে। এতে ইঙ্গিত মিলছে, কিপার-ব্যাটসম্যানকে দেখা যেতে পারে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে।

দলে জায়গা পেয়েছেন টেস্ট দলের সাবেক নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়। টানা ১৭ ইনিংসে ফিফটি না পাওয়ায় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। এই সফরে ফেরার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন সাইফ হাসান, শাহাদাত হোসেন ও ইয়াসির আলি চৌধুরীর মতো ক্রিকেটাররা। সবশেষ শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলা অফ স্পিনার নাঈম হাসান ও পেসার হাসান মাহমুদও রয়েছেন এই দলে।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সে সুযোগ পেয়েছেন অমিত হাসান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আগের সিরিজেও ছিলেন এই ব্যাটার। গত জাতীয় লিগে ৫৬৩ রান করে আলোচনায় আসা ইফতিখার হোসেন ইফতি এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ‘এ’ দলে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদও জায়গা পেয়েছেন তার সাম্প্রতিক সাফল্যের সুবাদে।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন পেসার মুশফিক হাসান। আরেক পেসার এনামুল হক নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলার পর আবারও সুযোগ পেয়েছেন।

টপ এন্ড টি-টোয়েন্টি শেষে ২৮ আগস্ট ডারউইনে শুরু হবে চারদিনের এই ম্যাচ। প্রতিপক্ষ সাউথ অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ‘এ’ দল: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরি, রকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক, হাসান মাহমুদ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।