ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

ঘাম ঝরানো ক্যাম্প, এশিয়া কাপের শিরোপায় চোখ বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, আগস্ট ১৮, ২০২৫
ঘাম ঝরানো ক্যাম্প, এশিয়া কাপের শিরোপায় চোখ বাংলাদেশের জাকের আলী অনিক

নেদারল্যান্ডস সিরিজ শেষে এশিয়া কাপ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘাম ঝরানো ফিটনেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা।

৬ আগস্ট শুরু হওয়া এই ক্যাম্পে ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ব্যাটার জাকের আলী অনিক মনে করেন, এই কষ্টই হবে বড় টুর্নামেন্টে শক্তির জোগান। আজ সোমবার (১৮ আগস্ট) অনুশীলন বাতিল হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ফিটনেস ক্যাম্প নিয়ে বলতে গিয়ে জাকের বলেন, ‘ফিটনেস ক্যাম্প তো অনেকদিন ধরেই হচ্ছে। এবার হয়তো আপনারা কাছ থেকে দেখছেন বলে বুঝতে পারছেন কষ্ট হচ্ছে। ’

বাংলাদেশ নারী দল ইতোমধ্যে এশিয়া কাপ জিতেছে। এবার পুরুষ দলের লক্ষ্যও চ্যাম্পিয়ন হওয়া। জাকের বলেন, ‘এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আর (আমার ব্যাপারে) দল যেখানে চাইবে, আমি সেখানেই ব্যাট করতে রাজি। ’

এবার ব্যাটিং অনুশীলনে নতুন মাত্রা যোগ করেছে ‘প্রো ভেলোসিটি ব্যাট’। ব্যাটটির বৈশিষ্ট্য নিয়ে জাকেরের মন্তব্য, ‘কারো সুইং বেসবল টাইপ, কারো আবার গলফ টাইপ। যে কয়টা সাউন্ড বের করতে বলে, তা করতে পারলে ভালো লাগে। ’

এদিকে, অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।  

আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি প্রধান। সেখানে দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা ও শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে। এরপরই সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওনা দেবে টাইগাররা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।